প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বর্তমান সরকার, মন্তব্য তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতির

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: দেখতে দেখতে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার প্রায় দশ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রমাণ পাওয়া যাচ্ছে, তা বর্তমানে নানা কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে বলে জানালেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি আশিস মণ্ডল। কোলাঘাট মন্ডল ৩-এর উদ্যোগে পুলশিটা অঞ্চলের যোগীবেড় গ্রামে এক পথসভায় তিনি বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন তা যদি না হতো তাহলে দরকার ছিলনা দুয়ারে সরকারের মতো কর্মসূচি। এ থেকে একটা জিনিস পরিষ্কার এতদিন ধরে যে কথা বলা হচ্ছিল উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে প্রায় ৯৯ শতাংশ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে তা ঠিক নয়। যেটা বর্তমানে পরিষেবা চলছে তাহলে এটা কি তিনি প্রশ্ন রাখেন। শ্রী মণ্ডল বলেন, কলকাতাকে বলা হয়েছিল লন্ডন বানানো হবে, লন্ডন হয়নি হয়েছে নর্দমা। দিঘাকে গোয়া বানাবার বলা হয়েছে কিন্তু গোয়া হয়নি হয়েছে জঞ্জাল। এই পথসভায় বক্তব্য রাখেন মন্ডল ৪-এর সভাপতি বিবেক চক্রবর্তী সহ শক্তি প্রমুখ কেন্দ্রের নেতৃত্ব। কোলাঘাট মন্ডল ৪- এর পক্ষ থেকে কোলাঘাটের মার্কন্ডপুরের দলের পক্ষ থেকে এক পথসভায় বক্তব্য রাখেন এই মন্ডলের সভাপতির বিশ্বনাথ রাম।