fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পূর্ণিমার ভরা কোটালে ভাঙলো মণী নদীর বাধ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: আমফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নদীর বাঁধ আজ পূর্ণিমার ভরা কোটাল প্লাবিত রায়দিঘীর দুটি অঞ্চল। কুমড়াপাড়া ও নন্দকুমারপুর অঞ্চল। বাধ ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস‍্য তথা মথুরাপুর ২ নং ব্লক সভাপতি অলোক জলদাতা।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমফানে নদীবাধ ভেঙেছিল তারপর থেকে সারানো হয়নি নদীবাধ। সেজন‍্য পূর্ণিমার ভরা কোটালে বাধের দূর্বল অংশ ভেঙে জল হু হু করে গ্রামের মধ‍্যে ঢুকে পড়েছে। কিছু যুবক বাধ সারানোর চেষ্টা করছে তাদের আক্ষেপ সরকারি উদ‍্যোগে বাধ সারানো হলে খুব ভালো হয়। জেলাপরিষদ সদস‍্য এলাকা পরিদর্শনের পর জানান এলাকার ভয়াবহ পরিস্থিতি। এই মূহুর্তে তারা ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের সাহায‍্য করছেন। যদিও স্থানীয় কিছু বাসিন্দাদের দাবি তারা চিড়ে মুড়ি খেয়ে বাধের উপর রয়েছেন।

Related Articles

Back to top button
Close