fbpx
আমেরিকাহেডলাইন

১৬৪ বছরে সবচেয়ে ভয়ানক ঝড় ‘লরা’, ৭২ ঘন্টার মধ্যে দু’বার আছড়ে পড়লো আমেরিকার একাধিক এলাকায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ১৬৪ বছরে সবচেয়ে ভয়ানক ঝড় ‘লরা’, ৭২ ঘন্টার মধ্যে দু’বার আছড়ে পড়লো আমেরিকাল একাধিক এলাকায়। আমেরিকার লুইসিয়ানায় স্থানীয় সময় ভোর পাঁচটায় আছড়ে পড়েছে ‘‌লরা’। তখন তার গতিবেগ ছিল ২০৮ কিমি প্রতি ঘণ্টা। বৃহস্পতিবার সকালের মধ্যেই সেখানে মোট ৩ লক্ষ ৯০ হাজার বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টেক্সাসের এক লক্ষ বাড়িতেও বিদ্যুৎ পরিষেবা কাজ করছে না। জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (‌এনডব্লিউএস)‌ আগেই সতর্ক করে দিয়েছিল, এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৪০ কিমি। মার্কিন উপকূলে এমন শক্তিশালী ঝড় দেখেছেন বলে কেউ মনে করতে পারছেন না। সেই কারণে টেক্সাস ও লুইসিয়ানা এলাকা থেকে মানুষজনকে নিরাপদ এলাকায় চলে যেতে বলা হয়েছে। এবং কিছু গাইডলাইন জারি করা হয়েছিল আগেই। ঝড়ের দাপটের মুখোমুখি পড়ে গেলে কী কীভাবে নিজেদের সুরক্ষিত করবে সে অড্চলের মানুষ, সে বিষয়ে।

এনডব্লিউএস–এর দাবি, উপকূল থেকে ৪০ কিমি ভেতরে চলে আসতে পারে এই ঝড়। এর ফলে যে পরিমাণ জল জমবে শহরগুলিতে, তা কয়েকদিন পর্যন্ত ভোগাবে। আশঙ্কা করা হয়েছিল, ২৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে এসমস্ত এলাকার ওপর দিয়ে। যদিও উপকূল থেকে স্থলভাগের দিকে আসবে, তত তার দাপট কমবে বলেই আশা।

গত সোমবার মার্কো নামে আরও একটি ভয়াল ঝড় আছড়ে পড়েছিল লুইসিয়ানায়। সেই ঝড়ের দাপটে মৃত্যু হয়েছিল ২৪ জনের।

Related Articles

Back to top button
Close