করোনা আবহে বাড়ানো হল সময়সীমা, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে দক্ষিণেশ্বর মন্দির
সরাসরি পুজোর সম্প্রচার, ভার্চুয়ালি অঞ্জলি দিতে পারবেন ভক্তরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে এবার কালীপুজোর উন্মাদনা ম্লান। আলোর রোশনাই থাকলেও নেই পুজোর সেই চিরাচরিত রেশ। আদালতের নির্দেশে এবছর আতশবাজি ফাটানোও বন্ধ। নেই জাঁকজমক। তার মধ্যেও নিয়ম রীতি মেনে চলছে কালীপুজো। কালীপুজোয় দক্ষিণেশ্বরের আকর্ষণ আলাদা প্রত্যেক ভক্তের কাছে। এবছরে রবিবার গভীর রাত পর্যন্ত খোলা দক্ষিণেশ্বর মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে রবিবার রাত সাড়ে ৩টে পর্যন্ত দক্ষিণেশ্বর খোলা রাখা হবে। এবছর এই প্রথম অনলাইনেও পুজো দেখা সুযোগ রয়েছে।
আরও পড়ুন: খোশমেজাজে রামনবমীর অনুষ্ঠানে দিলীপ
লকডাউনের পর মন্দির খুললেও এই প্রথম কালীপুজো উপলক্ষ্যে মন্দির খোলা রাখার সময়সীমা বাড়ানো হল। এর আগে মন্দির স্বল্প সময়ের জন্য খোলার পর তা বন্ধ রাখা হত। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই দর্শণার্থীদের মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই প্রথম পুজোর সরাসরি সম্প্রচার করা হবে। কালীপুজোতে অনলাইনে পুজো দেখার পাশাপাশি অঞ্জলি দিতে পারবে ভক্তরা। তবে যারা মন্দিরে আসবেন তাদের জন্য মাস্ক পরা ও স্যানিটাইজেশন বাধ্যতামূলক। বেশিক্ষণ মন্দির চত্ত্বরে থাকা যাবে না। মন্দিরের ঘাটে এবং পঞ্চবটী বাগানেও জমায়েত করা ও মন্দিরে পুজোর ফুল নিয়ে ঢোকা যাবে না। এবছর মন্দির কর্তৃপক্ষ ভোগ বিতরণ বন্ধ রাখছে।