আমার প্রিয় মা, রানির মৃত্যুর আমার পরিবারের সদস্যদের কাছে পরম দুঃখের: চালর্স

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। নতুন রাজা চার্লসের পক্ষে ব্রিটিশ রাজপরিবার একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে- ‘আমার প্রিয় মা, মহামান্য রানির মৃত্যু আমার এবং আমার পরিবারের সব সদস্যের জন্য এক পরম দুঃখের মুহূর্ত। ’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা একজন সর্বজন আকাঙ্ক্ষিত সার্বভৌম এবং খুব প্রিয় মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি জানি তাকে হারানোটা সারা দেশ, অধীনস্থ অঞ্চল, কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ গভীরভাবে অনুভব করবে। রানি যে গভীর শ্রদ্ধা ও মমতা পেতেন তার অভিজ্ঞতাই হবে শোক এবং পরিবর্তনের এই সময়কালে আমার পরিবার ও আমার জন্য সান্ত্বনা ও শোক সামলানোর অবলম্বন। ’
এদিকে প্রাসাদ কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে নতুন রাজা আনুষ্ঠানিকভাবে রাজা চার্লস তৃতীয় নামে পরিচিত হবেন। নতুন রাজা চার্লসের জন্য এ মুহূর্তটা পরস্পরবিরোধী আবেগে ভরা থাকবে। একদিকে তিনি মা হারানোয় কঠিন মর্মবেদনা অনুভব করবেন যেমনটা তার বিবৃতিতে উল্লেখ করেছেন ইতিমধ্যেই।