বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫, আহত ৫ হাজার
ধ্বংসস্তূপের তলায় আটকে বহু মানুষ, চলছে উদ্ধারকার্য
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে প্রায় নিশ্চিহ্ন লেবাননের রাজধানী বেইরুটের একাংশ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জন। মারাত্মক জখম কমপক্ষে পাঁচহাজার মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন তিন লক্ষের বেশি মানুষ। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন।
বেইরুটের স্থানীয় গভর্নর মারওয়ান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত শহরের তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পুরো শহর বিদ্যুৎহীন।
আরও পড়ুন: নকল স্যানিটাইজার থেকে সাবধান! ১১টি সংস্থার বিরুদ্ধে FIR দায়ের
বিস্ফোরণে বিধ্বস্ত বন্দর এলাকায় ঘটনার ২৪ ঘন্টা বাদেও এখনও কিছু জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন বহু মানুষ। হাসপাতালগুলির পরিকাঠামোও ভেঙে পড়েছে। আহতদের বাঁচাতে সাধারণ মানুষের কাছে জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে রেডক্রস।