বন্যায় মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কবলে মারাঠাভূমে। দুবছর ধরে কোভিডে শীর্ষস্থানে নাজেহাল হওয়ার পরে এবার ভারী বৃষ্টি বানভাসী মহারাষ্ট্র। গতকালের পরে আজও মৃত্যুর ধারা অব্যাহত। এখনও পর্যন্ত কমপক্ষে ৭৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শিন্ডে সরকারের তরফ থেকে দুর্যোগ পীড়িত এলাকায় নজরদারি চালানো হচ্ছে।
টানা কয়েকদিনের বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক এলাকা জলের তলায়। যানজটের কবলে অবরুদ্ধ শহর। মৃত্যু হয়েছে প্রায় ১২৫টি গবাদি পশুর।
মৌসম বিভাগ জানিয়েছে, কোঙ্কন উপকূলবর্তী এলাকায় ১৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মারাঠওয়াড়া এবং বিদর্ভ অঞ্চলে ১৩০টি গ্রামে বিপর্যস্ত। কমপক্ষে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্ব মহারাষ্ট্রে প্রায় ১২৮ গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, রাজ্যের রাজধানী মুম্বাই সহ উপকূলীয় জেলাগুলিতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দলগুলি মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকা রায়গড়, রতনগিরি জেলা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
গত বছর রায়গড়, রতনগিরি, সাতারা, কোলহাপুরে ১১০ জনের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, অতিভারী বৃষ্টিতে ৮৩৮টি বাড়ি এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। প্রাণহানি হয়েছে ১২৫টি গৃহপালিত পশুর। পাঁচ হাজার গৃহহীন মানুষকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর মুম্বইয়ে কমলা সতর্কতা জারি করেছে। আগামী পাঁচদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।