fbpx
অসমহেডলাইন

মণিপুর ধসে মৃত বেড়ে ৫০, এখনও নিখোঁজ ১১

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভূমিধসে বিপর্যস্থ মণিপুর। মণিপুরের নোনে জেলায় নির্মীয়মাণ রেল প্রকল্পে হওয়া ধসের এলাকা থেকে ফের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৫০। এখনও নিখোঁজ কমপক্ষে ১১। উদ্ধারকাজ জারি আছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধার ব্যাহত হচ্ছে।

ধ্বংস স্তূপের মধ্যে থেকে নিখোঁজ রেলের ইঞ্জিনিয়ার কমলেশ তালুকদারের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে ভারতীয় রেলের কর্মরত কোন আধিকারিক বা কর্মী আর নিখোঁজ রইলেন না৷  সেনা সূত্রে জানা গিয়েছে, ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মির মোট ৪৩ জনের মধ্যে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও সেনার এক জন নিখোঁজ হয়ে আছেন। ভারত ইনফ্রার তিন কর্মীর দেহ উদ্ধার হয়ে গিয়েছে। এখনও নিখোঁজ চার জন গ্রামবাসী৷ সব মিলিয়ে ১১ জন এখনও নিখোঁজ মণিপুরের ধসে। উদ্ধারকাজে রয়েছে এন ডি আর এফ, এস ডি আর এফ, সেনা, অসম রাইফেলস,  স্বেচ্ছাসেবক মিলিয়ে। প্রায় ৮৮০ জন এই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

 

Related Articles

Back to top button
Close