fbpx
কলকাতাহেডলাইন

রাজ্যে কমছে সংক্রমণের হার নবান্নকে স্বস্তির বার্তা কেন্দ্রের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মনে হয় টানা লকডাউন থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। রাজ্যে কমছে সংক্রমণের হার। নবান্নকে স্বস্তি দিয়ে বার্তা পাঠালো কেন্দ্র। পাশাপাশি দেশের বিপজ্জনক প্রথম পাঁচ রাজ্যের তালিকা থেকে যেমন বাংলার নাম বাদ পড়েছে ঠিক তেমনি অবনমন হয়েছে কলকাতারও। দেশের বিপজ্জনক পাঁচ শহরের তালিকা থেকে নেমে কলকাতা এখন নবম স্থানে। স্বাভাবিক ভাবেই এই বার্তা রাজ্যের অর্থনীতির চাকা গড়ানোর ক্ষেত্রে যেমন অনেকটাই সহায়ক হয়ে উঠবে ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য সামনে এনেছে দেশে করোনা সংক্রমণ নিয়ে তাতে দেখা যাচ্ছে বাংলা জুড়েই কার্যত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছে। আগে একজন রোগী করোনায় সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা মানুষদের সঙ্গে সঙ্গে কোয়েরেন্টিনে পাঠানো হতো। সেই সঙ্গে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে দেখে হত যে কতজন ওই ব্যক্তি বা মহিলার দ্বারা সংক্রমিত হয়েছেন। এখনও সেটাই করা হয়। কিন্তু আগে যেমন একজন সংক্রমিত মানুষের দ্বারা অনেক বেশি মানুষ সংক্রমিত হতেন এখন সেই সংক্রমণের হারটাই কমে গিয়েছে। ফলে রাজ্যে সাম্পেল টেস্ট বাড়লেও অনান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে সংক্রমণের হার কমেছে। তাতেই দেশের প্রথম পাঁচটি বিপজ্জনক করোনা আক্রান্ত রাজ্যের তালিকা থেকে বাদ পড়েছে বাংলার নাম। আবার একই ভাবে কলকাতার নামও বাদ পড়েছে দেশের প্রথম পাঁচটি বিপজ্জনক করোনা আক্রান্ত শহরের তালিকা থেকে। চার থেকে নেমে কলকাতা চলে গিয়েছে এখন নবম স্থানে।

আরও পড়ুন: সরকারি সাহায্যের দাবিতে ফের সরব হলেন ক্ষৌরকাররা

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে স্পষ্ট, গত এক সপ্তাহে দেশের অন্যান্য জায়গার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি করেছে পশ্চিমবঙ্গ এবং শহর কলকাতা৷ দু’টি ক্ষেত্রেই আগের তুলনায় কমেছে নতুন করোনা রোগীর চিহ্নিত হওয়া সংখ্যা এবং মৃত্যুর হার, বেড়েছে ডাবলিং রেটও৷ বেড়েছে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় করোনা টেস্টের হারও। আর এই রিপোর্টি কার্যত হাসি ফুটিয়েছে নবান্নের মুখে।

Related Articles

Back to top button
Close