টাকি পৌর নাগরিকদের বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দিচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: জনস্বার্থ ও কারিগরি বিভাগের অভিনব উদ্যোগ। টাকি পৌর নাগরিকদের বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দিচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। পানীয় জলের সংকট থেকে পরিষেবা দেয়ার জন্য এই উদ্যোগ। আমাফানের সাত দিন পরেও ধ্বংসলীলার ছবি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সুন্দরবনের শহর ও শহরতলী বিস্তীর্ণ ব্লক। এরমধ্যে অভিনব উদ্যোগ নিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৬ টি ওয়ার্ড।
হাসনাবাদ থেকে টাকি পৌরসভার ভারত-বাংলাদেশ সীমান্ত জালালপুর পর্যন্ত লক্ষাধিক মানুষের বাস।
একদিকে বিদ্যুৎ পরিষেবা, অন্যদিকে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পানীয় জলে পরিষেবা দিচ্ছে এই বিভাগ। উপকৃত হচ্ছে পৌরসভার লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের টাকি পৌরসভা ইছামতি নদীর বাঁধের পিচের রাস্তার কাজ প্রায় শেষ হতে চলেছে। তারপরে এই বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছিল। তাদের কথা মাথায় রেখে একদিকে সীমান্তের জওয়ানদের পরিষেবা, অন্যদিকে পৌর নাগরিকদের পানীয় জলের পরিষেবা দিয়ে যাচ্ছে দিন রাত্রে।পানীয় জল পেয়ে খুশি পৌর নাগরিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌর এলাকার নাগরিক বৃন্দ।