আড়ংঘাটা-বগুলার বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: প্রশাসনিক উদাসীনতায় নরক যন্ত্রণার শিকার এলাকার জনগণ। রাজ্যে কি সত্যিই সরকার চলছে! জনবহুল আড়ংঘাটা থেকে বগুলা পৌঁছানোর এই গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা কেন? প্রশ্ন এলাকার জনগনের। এলাকার এই পিচ ঢালাই পাকা রাস্তাকে কেন্দ্র করে একাধিক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সহ রেলওয়ে স্টেশন, স্বাস্থ্য কেন্দ্র,বাজার,নগরী গড়ে উঠা সত্বেও রাস্তার এই বেহাল দশায় বিস্মিত এলাকাবাসী। এই রাস্তা সংস্কারের জন্য স্থানীয় স্তরে প্রশাসনিক কোন হেল দোল নেই বলে অভিযোগ এলাকার ভুক্তভোগী জনগনের।
আরও পড়ুন: ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলের দিন কাটছে অর্ধাহারে, পাশে নেই কেউ, অভিযোগ গায়িকার
এই রাস্তায় প্রতিদিন বহু যানবাহন চলাচল করে। বহিরগাছি থেকে বগুলা কিংবা বহিরগাছি থেকে আড়ংঘাটা পৌঁছানোর খুব সটকাট যাতায়াতের মাধ্যম হিসাবে এই রাস্তাকে এলাকার জনগণ ব্যবহার করে থাকেন। স্থানীয় স্থরে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তার ভগ্নপ্রায় বেহাল দশায় এলাকার মানুষ আজ চরম দুর্ভোগের শিকার। রাস্তায় মাঝে মাঝে পিচ উঠে খানা,খন্দ, গর্ত তৈরির ফলে এই বর্ষায় বৃষ্টির জল জমে আটকে থাকছে। ক্ষোভের বহিঃপ্রকাশে অনেকের মুখেই টিপ্পনির প্রতিধ্বনি, ধান চাষের উপযোগী এখন এই খানা খন্দ জলা যুক্ত বগুলা-আড়ংঘাটা ভায়া বহিরগাছির এই রাস্তা।