শিলচরে মহালয়ার ভিড়ে লাগাম টানতে বিধিনিষেধ জারি করল জেলা প্রশাসন

যুগশঙ্খ প্রতিবেদন, শিলচর: প্রতিবছর মহালয়ার দিন ভোরে শিলচরে বরাক নদীর উপর সদরঘাট সেতুতে তিল ধারণের জায়গা থাকে না। সবাই সেতুতে দাঁড়িয়ে নদীতে তর্পণের দৃশ্য দেখেন। করোনাকালে এরকম ভিড় হলে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যাবে। বিষয়টি আঁচ করে এবার সদরঘাট সেতুতে মহালয়ার ভিড় না জমানোর জন্য করা নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। গতকাল প্রশাসনের তরফে যেসব নির্দেশিকা জারি করা হয়েছে তা হল এরকম—
১) মহালয়ার ভোরে ৩ জনের বেশি একসঙ্গে রাস্তায় চলাচল করতে পারবেন না।
২) কোনও জায়গায় লোক সমাগম/জমায়েত নিষিদ্ধ।
৩) মহালয়া ও বিশ্বকর্মা পুজোর জন্য মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
৪) ১৬ সেপ্টেম্বর রাত ৯’টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত পুরনো ও নতুন সদরঘাট সেতুতে লোকেদের ঘুরে বেড়ানো নিষিদ্ধ। ওই দুই সেতুতে অবাঞ্ছিত যে কোনও জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
৫) সর্বোচ্চ পনেরো জন লোক নিয়ে বিশ্বকর্মা পুজো করা যাবে। কোনও পুজোয় ভিড় করা যাবে না।
৬) কোনও পুজো কমিটি ভেজা প্রসাদ/ খাবার বিতরণ করতে পারবে না। শুকনো প্রসাদ প্যাকেটে বিতরণ করা যাবে।
৭) রাস্তার পাশে কোনও পুজো মণ্ডপের সাজসজ্জা কিংবা আলোকসজ্জা করা যাবে না।
৮) কোভিড-১৯ নিয়মনীতি মেনে মহালয়ার সকালে বরাক নদীতে পিতৃতর্পণ করা যাবে।