পশ্চিমবঙ্গহেডলাইন
সাংসদ অর্জুন সিং-এর উপস্থিতিতে দেড়হাজার গরীব মানুষের হাতে বস্ত্রদান জেলা বিজেপির

রুদ্র নারায়ণ রায়, বারাসত: মানুষ মানুষেরই জন্য এই কথা মাথায় রেখেই, বারাসত সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর দাসের উদ্যোগে বারাসত বিদ্যাসাগর ভবনে দেড় হাজার গরিব দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:আবেদন খারিজ ‘ফোরাম ফর দুর্গাপুজো’-র আগের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট
শারদ উৎসব উপলক্ষে এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যনেতা প্রসেনজিত ভৌমিক , বারাসত জেলা সভাপতি শংকর চ্যাটার্জি ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিধায়ক বিশ্বজিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।