লাউদোহায় প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় মৃত চিকিৎসক

জয়দেব লাহা, দুর্গাপুর: প্রাতঃভ্রমনে বেরিয়ে পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চিকিৎসকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে লাউদোহা থানার গৌরবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃতের নাম অরুণ পাল (৩৫)। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। ঘটনায় জানা গিয়েছে, অরুনবাবু প্রতিদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরোতেন।
[আরও পড়ুন- রাজারহাটে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দুপক্ষের প্রায় ১০ জন]
এদিন ভোর ৪ টা নাগাদ গৌরবাজার থেকে শ্রীকৃষ্ণপুরের দিকে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। ওইসময় আচমকা পিছন দিক থেকে পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁকে। গুরুতর জখম হয় অরুণবাবু। ঘাতক পিক-আপ ভ্যানটি ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় চালক। এলাকাবাসীর দুর্ঘটনা নজরে পড়তেই তড়িঘড়ি আরুনবাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।