আনলক -২ এর প্রথম দিনে খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে স্যানিটাইজেশন চ্যানেল পার করে মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে। মন্দির চত্বরে বসেছে দুটি স্যানিটাইজেশন চ্যানেল। পাশাপাশি মন্দিরে ঢোকার আগে দেখা হবে দর্শনার্থীর দেহের তাপমাত্রা। স্বাভাবিক হলেই মিলবে মন্দিরে ঢোকার ছাড়পত্র। দূর থেকেই সারতে হবে মায়ের দর্শন। গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা।
আরও পড়ুন:এভাবেও শুরু করা যায়… সেটাই দেখিয়েছিলেন ডা. বিধানচন্দ্র রায়
মন্দির খুললেও করোনা সতর্কতায় কোনও খামতি রাখতে নারাজ মন্দির পরিচালন কর্তৃপক্ষ। পাশাপাশি কড়া সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষও। শুধু দেহের তাপমাত্রা পরীক্ষাই নয়, সংক্রমণ রোধে বসানো হয়েছে বিশেষ স্যানিটাইজিং টানেলও। মঙ্গলবার বিকালে ভারতীয় রেভেনিউ সার্ভিসের উদ্যোগে বসানো এই অত্যাধুনিক প্রযুক্তির দুটি স্যানিটাইজিং টানেলের পরীক্ষামূলক ব্যবহার করা হয়। পুরসভার প্রশাসন পারিষদ দেবাশিস কুমার সহ অন্যান্যরা মন্দির খোলার আগের দিন নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখেন।