fbpx
খেলাফুটবলহেডলাইন

চেলসির বিরুদ্ধে ড্র, লিগ জমিয়ে দিল টটেনহ্যাম

লন্ডন: সুযোগ ছিল লিভারপুলকে টপকে যাওয়ার। শীর্ষস্থানটা দখল করল ঠিকই, কিন্তু সেটা গোলপার্থক্যের জেরে। তবে চেলসিকে হারাতে পারলেই জুরগেন ক্লপের দলকে টেক্কা দিয়ে দু’পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি ছিল হোসে মোরিনহোর শিষ্যদের সামনে। পারল না। রবিবার রাতে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করল টটেনহ্যাম হটস্পার। ১০ ম্যাচ শেষে স্পারদের মতোই লিভারপুলের পয়েন্টও ২১।

তবে গোলপার্থক্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে টটেনহ্যাম। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে খেতাবের দৌড়ে রয়েছে অনেকগুলি দল। কোনও দলকেই এবার অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে না। এদিন ড্রয়ের ফলে তিন নম্বরেই থাকল চেলসি। ১০ ম্যাচে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ঝুলিতে ১৯ পয়েন্ট। চার নম্বরে থাকা লেস্টারের সামনে অবশ্য রয়েছে শীর্ষে ওঠার হাতছানি। কারণ, ১৮ পয়েন্ট পেলেও তারা এক ম্যাচ কম খেলেছে। এছাড়া বাকি দলগুলিও রয়েছে ঠিক এক-দু’পয়েন্ট পিছনে। ইংলিশ প্রিমিয়ার লিগ যে এই মুহূর্তে বেশ জমে উঠেছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button
Close