পরিযায়ী শ্রমিকের গাড়ির চালক আক্রান্ত চ্যাংড়াবান্ধায়
জয়দেব অধিকারী,মেখলিগঞ্জ: পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌচ্ছে দেওয়া আগেই এক সরকারি বাস চালক স্থানীয়দের হাতে চ্যাংড়াবান্ধা চেক পোস্টের আক্রান্ত, বর্তমানে জলপাইগুড়িতে চিকিৎসাধীন রয়েছে।প্রহৃত বাস চালকের সঙে দেখা করলেন NBSTC এর ভাইস চেয়ারম্যান।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাঝরাতে। জানা যায় ওই বাস চালক কিছু পরিযায়ী শ্রমিক নিয়ে খড়িবাড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে মাঝরাতে চ্যাংড়াবান্ধা চেকপোস্ট এর পাশে গাড়ি দাঁড় করান। রাতের খাবার সম্পূর্ণ করেন এবং শৌচ কর্ম করার জন্য রাস্তার পাশেই ফাঁকা জঙ্গলে যান। সেখানেই ঘটে বিপত্তি ,স্থানীয়রা তাঁকে জঙ্গল থেকে বের করে রাস্তায় নিয়ে আসে এবং মাথায় বাঁশ দিয়ে আঘাত করে ।
আরও পড়ুন: ভাইরাস মুক্ত যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন নদীয়ার শুভময় বিশ্বাস
তৎক্ষণাৎ অন্যান্য বাস চালকরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাস চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখা করেন NBSTC এর ভাইস চেয়ারম্যান অর্ঘ্য রায়প্রধান। জানা গেছে ওই চালকের বাড়ি বালুরঘাটে। নাম নিবারন কর্মকার। অন্যদিকে ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে NBSTC এর কর্তারা। এই পরিস্থিতিতে সরকারি বাস চালকরা নিজেদের জীবন বাজি রেখে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বদ্ধপরিকর সেখানে তাদের ওপর হামলা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে NBSTC এর ভাইস চেয়ারম্যান তথা মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।