ঝাড়খণ্ডে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক গাড়ির চালকের। সোমবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের নিউ রোডের বাসিন্দা মৃত গাড়ি চালকের নাম কমলেশ কেশরি (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ছোট চারচাকা গাড়িতে জিনিস নিয়ে কুলটি থেকে হাজারিবাগ গিয়েছিলেন কমলেশ কেশরি। সেই জিনিস নামিয়ে গাড়ি নিয়ে কমলেশ গাড়ি নিয়ে কুলটি ফিরে আসছিলেন। কিন্তু ঝাড়খন্ডের গিরিডিতে সোমবার ভোররাতে কমলেশের গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে অন্য একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় কমলেশের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গিরিডি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারা গুরুতর আহত অবস্থায় কমলেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালেই ভর্তি করে। পুলিশ সেখান থেকে কমলেশের বাড়িতে সেই খবর পাঠায়।
এদিন সকালে আহত কমলেশকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোর যুগের অবসান হয়ে গেছে’…মমতা ও অভিষেককে কটাক্ষ বিজেপি নেতা রাজু ব্যানার্জির
গিরিডি পুলিশ জানায়, দুটি গাড়িকেই আটক করা হয়েছে। অন্য গাড়ির কেউ হতাহত হয়নি। এদিন বিকালে আসানসোল জেলা হাসপাতালে কমলেশের মৃতদেহর ময়নাতদন্ত করা হয় ।