fbpx
কলকাতাহেডলাইন

দক্ষিণ-পূর্ব রেল ৪ লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে খাবার তুলে দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার দুঃসময়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৪ লক্ষ ৮৪ হাজার ৯০১ টি পুষ্টিকর খাবারের প্যাকেট দুঃস্থ মানুষকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর সহ খড়গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচিতে এই সেবা কাজ করা হয়েছে। ৪ লক্ষ ৮৪ হাজার ৯০১ টি খাবারের প্যাকেটের মধ্যে আইআরসিটিসি জোগান দিয়েছে ৯২ হাজার ৮৮০ প্যাকেট।

[আরও পড়ুন- জোড়াবাগানে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ বৃদ্ধা, হাসপাতালে ভর্তি করাল পুলিশ]

বাকি ৩ লক্ষ ৯২ হাজার ২১ টি খাবারের  প্যাকেট জোগান দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন বিভাগ, যেমন সাউথ ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাউথ ইস্টার্ন উঃ ভারত স্কাউটস অ্যাণ্ড গাইডস, সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড, সিভিল ডিফেন্স ইত্যাদি।

 

Related Articles

Back to top button
Close