বিদ্যুতের তার সমেত খুঁটি উপড়ে পড়ে রয়েছে জমিতে, তীব্র সমস্যায় চাষিরা

অরূপ দেবনাথ, হলদিবাড়ি: কৃষি জমিতে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটিসহ তার। এতেই সমস্যায় পড়েছে হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩৩নং বাজেজামা খাসবার এলাকার কৃষকরা।বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস বিদ্যুৎ বন্টন কোম্পানির।
স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, “প্রায় কুড়ি পঁচিশ দিন আগে প্রবল বৃষ্টির জেরে বিদ্যুতের তার সমেত খুঁটি উপড়ে জমিতে পরে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোন লাভ হয়নি। ভরা বর্ষার মরসুমে আমন ধান লাগানোর উপযুক্ত সময়। জমির ওপর বিদ্যুতের তার পরে থাকায় জমিতে চাষ করতে পারছি না।ওইটুকু জমি একমাত্র সম্বল। বিদ্যুতের তারের জন্য জমিতে ফসল ফলাতে না পারলে সারাবছর না খেয়েই কাটাতে হবে।চাই দ্রুত জমি থেকে বিদ্যুতের তার সরানোর ব্যবস্থা করুক বিদ্যুৎ দপ্তর।”
বিদ্যুৎ দপ্তরের হলদিবাড়ি ষ্টেশন ম্যানেজার সমীর চৌধুরী বলেন, “বিদ্যুত পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”