fbpx
গুরুত্বপূর্ণদেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

৫ বছরের প্রস্তুতির অবসান, মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে তৈরি আরব আমিরশাহি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রায় ৫ বছরের প্রস্তুতি এবার সফল হতে চলেছে। ভারত, আমেরিকার মতো দেশগুলি মঙ্গল গ্রহে আগেই মহাকাশযান পাঠিয়েছে এবার সেই পথে হাঁটতে চলেছে আরব আমিরশাহি। মানবহীন এই মঙ্গলযান জাপানের স্পেস সেন্টার থেকে ছাড়া হবে।
প্রথম কোনও আরব দেশ হিসেবে মহাকাশ এবং মঙ্গলগ্রহ সংক্রান্ত বিষয়ে এতটা আগ্রহ প্রকাশ করেছে আমিরশাহি। এই ঘটনা বিজ্ঞান মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:সাংবাদিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়, অপসারিত AIMS ট্রমা কেয়ার সেন্টারের প্রধান

জানা গিয়েছে, প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার মহাকাশযান তৈরি করেছে আমিরশাহি। ২১১৭-এর মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলাই লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির । এই মঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে, ‘আল আমাল’ ।

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলগ্রহে পৌঁছতে এই মহাকাশযানটির সময় লাগবে প্রায় সাত মাস । মঙ্গলগ্রহের বছর হয় ৬৮৭ দিনে। এই গোটা সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগবে ৫৫ ঘণ্টা ।

Related Articles

Back to top button
Close