বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান বারোবিশায়

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম ব্লক শাখার উদ্যোগে উদযাপিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সোমবার বারোবিশা বিবেকানন্দ ক্লাব ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সংগঠনের কুমারগ্রাম ব্লক সম্পাদক মৃদুল সাহা জানান, প্রতি বছর ডিসেম্বর মাসের ৩ তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। ৩ থেকে ৯ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
কুমারগ্রাম ব্লক কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে এদিন প্রতিবন্ধীদের একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠান স্থলে পৌঁছায়। এদিনের অনুষ্ঠানের শুভ সুচনা করেন কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার। কুমারগ্রাম ব্লকে বিগত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রেখেছেন এরকম প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে। এছাড়াও পাঁচজন প্রতিবন্ধী মরনোত্তর দেহ দানের অঙ্গীকার করেছেন। প্রতিবন্ধী ভাই বোনেরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিনয় কুমার ধর ও অন্যান্যরা।