পশ্চিমবঙ্গহেডলাইন
বাঘের আক্রমণে নিহতের পরিবার অনাহারে দিন কাটাচ্ছেন, মেলেনি সরকারি সাহায্য

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলী ব্লকের দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আয়েন মোল্লার স্ত্রী আম্মাজান মোল্লা গত ইংরাজি ০৯.০৭.২০১৯ সালে সুন্দরবনের ফরেস্ট লাগোয়া বড়বান চাবড়ি জঙ্গলে মাছ, কাঁকড়া ,সংগ্রহ করতে গিয়ে বাঘের মারা যান। পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র সম্বল ছিল আম্মাজান মোল্লা। সে মারা যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা দুবেলা দুমুঠো খেতে পায়না।
মৃত আম্মাজান মোল্লার স্বামী আয়েন মোল্লা কাজ কর্মে অচল তার পরেও তার ৩ টি কন্যা সন্তান ও ১ টি পুত্র সন্তান রয়েছে। সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিভাবে তাদের ছোট্ট পরিবার চলবে, সেই চিন্তায় পরিবার। আজ সেই পরিবারের দুবেলা, দুমুঠো খেয়ে জীবনযাপন করার শুধু দাবি।