মাতৃগর্ভের ভ্রূণে থাবা বসাল করোনা!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনা আক্রান্ত হল মাতৃগর্ভে থাকা ভ্রূণ। ফ্রান্সের এই ঘটনায় তাজ্জব চিকিৎসকরা। প্রসবের আগে করোনায় সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম। প্যারিসের এন্টোইন বাক্লিয়ার হাসপাতালের গত মাসে ওই ভর্তি হয়েছিলেন নাংলোইয়ের বাসিন্দা বছর পঁচিশের এক অন্তঃসত্ত্বা তরুণী। গত ১১ জুন জানা যায় যে, তিনি করোনায় আক্রান্ত। সংক্রমণ ছড়ায় তার স্বামীর শরীরেও। ২৫ জুন ওই নারীর দ্বিতীয়বারের রিপোর্টও পজিটিভ আসে। তবে গত ৭ জুলাই টেস্টের পর বোঝা যায়, তিনি করোনামুক্ত। ঠিক তার পরের দিনের সন্তানের জন্ম দেন ওই নারী। কিন্তু জন্মের ছয় ঘণ্টা পরই জানা যায়, শিশুর শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।
[আরও পড়ুন- ফের আফগানিস্তানে তালিবান হামলা, নিহত কমপক্ষে ১০ নিরাপত্তারক্ষী]
হাসপাতালের চিকিত্সকদের মতে, গর্ভাবস্থায়ও মায়ের শরীর থেকে শিশুর শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছিল। প্রসবের সময় করোনামুক্তই হয়ে উঠেছিলেন ওই তরুণী। কিন্তু শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টা ছয়েক পর মা ও সন্তানের করোনা টেস্ট করা হয়। তখন সদ্যোজাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জানিয়েছেন যে, এই শিশু জন্মের পর হাসপাতালের সব ডাক্তার ও নার্সরা সাবধান হয়ে গিয়েছে।