fbpx
দেশহেডলাইন

সুস্থ হলেন প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা আবহের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে মাঙ্কিপক্স। ভারতের মধ্যে কেরলে এই জীবাণুর প্রথম খোঁজ মেলে। সেই রাজ্য থেকে তিনজন আক্রান্ত হয়েছে বলেও খবর আসে। এবার সুস্থ হয়ে উঠলেন কেরলের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি। গত ১৪ জুলাই কেরলের কোল্লামের এক বাসিন্দার শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দেয়। তাঁর নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে।

শনিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মাঙ্কিপক্সকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত ব্যক্তি। বিনা জর্জ নিজের মুখে জানিয়েছেন, ভারতের প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তি এখন সম্পূর্ণ সুস্থ। মানসিকভাবেও সুস্থ আছেন। শরীরের ফুসকুড়িও সম্পূর্ণ মিলিয়ে গেছে। বিনা জর্জ আরও জানান, উপসর্গ দেখা দিতেই তাঁকে তিরুবন্তপুরমের একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে ওঠার পর শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

বীণা জর্জ এও জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর নমুনা দুবার করে পরীক্ষা করা হয়েছে। দুবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনকি রোগীর সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে। শারীরিক এবং মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন রোগী। গায়ের ফুসকুড়িও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button
Close