fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সাত দিনেই সুস্থ বীরভূমের প্রথম তিন করোনা আক্রান্ত রোগী‌

প্রদীপ্ত দত্ত, সিউড়ি: সাত দিনের মধ্যেই বীরভূমের তিন করোনা আক্রান্ত রোগীর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেললো জেলা প্রশাসন। রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও প্রথম থেকে বীরভূম ছিল গ্ৰীন জোন। হটাৎ করে মুম্বাই ফেরত তিনি ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। এরপর আরও তিনজনের করোনা আক্রান্ত হবার খবর আসতেই বীরভূম জুড়ে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে বীরভূম জেলাকে গ্ৰীন জোন থেকে অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে বীরভূমের প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগীর নেগেটিভ রিপোর্ট এসেছে বলে খবর। এই তিনজন ব্যাক্তি এপ্রিলের ২২ তারিখে একটি অ্যাম্বুলেন্সে করে মুম্বাই থেকে বীরভূমে ফেরেন। তিনজনের মধ্যে একজন ছিলেন ক্যান্সার রোগী। তিনজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলতেই ১ মে দুর্গাপুরের সনোকা হাসপাতালে তাদের পাঠানো হয়। শুক্রবার তাদের দুর্গাপুরের এই কোভিড চিহ্নিত হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়।

আরও পড়ুন: ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের মাঝপথে রেখে গাড়ি সহ চম্পট চালকের, চাঞ্চল্য জামালদহে

দুর্গাপুর সনোকা হাসপাতালের চিফ অপারেটিং অফিসার জানান, ” বীরভূমের ওই তিন রোগীর মধ্যে একজনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। সদ্য তাঁর মুম্বাইয়ে অপারেশন‌ হয়। এরপর করোনা আক্রান্ত হওয়ার পরেও বাকি দুইজনের সঙ্গে তিনিও সুস্থ হয়ে উঠছেন। এটি আমাদের এক বড় সাফল্য। ”  করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ওই তিন ব্যাক্তিকে বাড়ির মধ্যেই আরও বেশ কিছুদিন নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাট জেলা স্বাস্থ্য দফতর থেকেও জানানো হয়েছে করোনা পজিটিভ তিনজনের চিকিৎসায় পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট আসার পরই ওই তিনজনকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button
Close