fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল শারে ৩৬ কেজি ওজনের কাতল মাছ

মিল্টন পাল,মালদা: গঙ্গা নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল শারে ৩৬ কেজি ওজনের কাতল মাছ। আর এই মাছ নিয়ে উন্মাদনা মানুষের মধ্যে। বাজারে দামও উঠলো আকাশ ছোঁয়া।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভুতনী এলাকায়। ঘটনায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়মানুষের মধ্যে।

জানা গিয়েছে,সোমবার ভোর বেলা মালদার মানিকচক ব্লকের ভুতনি এলাকায় প্রতিদিনের মতো মৎস্যজীবীরা গঙ্গা নদীতে মাছ ধরছিল।সেই সময় এই কাতল মাছ টি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। বিশাল আকারে কাতল মাছকে জল থেকে ডাঙায় তুলতে নাজেহাল হয়ে যায় মৎস্যজীবীরা। স্থানীয় বাসিন্দা পার্থ ঝা বলেন বহুদিন আগে এই আকারের মাছ এত ওজনের মাছ উঠেছিল সচরাচর পাওয়া যায়না গঙ্গা নদীতে একমাত্র এ ধরনের মাছ রয়েছে। এদিকে এই খবর প্রচার হতেই গঙ্গা নদীর ধারে ভিড় জমে গ্রামবাসীদের। কোন রকমে গ্রামবাসীরা কাঁধে করে মাছটিকে নিয়ে যায় বাজারে। মাছের দর উঠেছে আকাশ ছোঁয়া।আর যা কেনার জন্য ভীরও ছিল লক্ষনীয়।

Related Articles

Back to top button
Close