
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত অসম। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকা থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে নিজেদের সমস্ত মেশিনারিকে সক্রিয় করে তোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত করা হয়েছে৷ বন্যার কারণে ডিটকছড়া এবং নিউ হাফলং স্টেশনে দু’টি ট্রেন আটকে যায়। রেলওয়ে প্রশাসনের তরফে বায়ুসেনা, রেলওয়ে সুরক্ষা বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, আসাম রাইফেলস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ব্যাপক ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালানো হয়৷ তবে এখনও স্বাভাবিক নয় বন্যা পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত মোবাইল অপারেটরের মোবাইল পরিষেবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া৷ যার ফলে যাত্রী ও প্রশাসন সঠিকভাবে যোগাযোগ চালিয়ে যেতে পারছিল না। ইতিমধ্যেই রেলটেল কর্পোরেশন তাই রেল স্টেশনগুলিতে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে৷ মোবাইল পরিষেবা বিধ্বস্ত হয়ে পড়ায় ওটিপি-র ছাড়াই সকলেই যাতে মোবাইল ব্যবহার করতে পারেন সেই সুবিধা করে দেওয়া হয়েছে। লামডিং ডিভিশনের অন্তর্ভুক্ত ডিমা হাসাও জেলার ডিটকছড়া, নিউ হারাঙ্গাজাও, নিউ হাফলং স্টেশনে এবং কাছাড় জেলার দামছড়া স্টেশনে এই সুবিধা দেওয়া হয়েছে।
অসমের এই বন্যায় মোট ২৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) একটি বুলেটিন অনুসারে, রাজ্যের ৮৪টি রাজস্ব সার্কেলের ২২৫১টি গ্রাম বন্যার জলের তলায়। ৮০ হাজার হেক্টর জমির ফসলও ক্ষতিগ্রস্ত। ক্ষতির মুখে ৮ লক্ষের ও বেশি মানুষ। বন্যায় মৃত বেড়ে ১৪।