পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী দিল ঘোকসাডাঙ্গা এবিভিপি ইউনিট

বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা: সময় যত এগোছে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এরকম অবস্থায় বিভিন্ন কোয়ারান্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার এর পাশাপাশি বিভিন্ন সংস্থাও বিভিন্ন ভাবে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ঠিক একই ভাবে ভিন রাজ্য থেকে আসা ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পুটিমারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বারিকামারী হরি মন্দির স্কুল থাকা ৩০জন পরিযায়ী শ্রমিকদের দুপুরের খাদ্য সামগ্রী তুলে দিল ঘোকসাডাঙ্গা এবিভিপি ইউনিট।
আরও পড়ুন: ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ব্ল্যাকমেল, ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
এদিন মাথাভাঙ্গা ২ নং ব্লকের এবিপি ইউনিটে কনভেনার মুকুল কুমার বর্মন জানান সারা বিশ্বজুড়ে মহামারী তান্ডব বেড়েই চলেছে সেই নিরিখে ভারতবর্ষে বর্তমানে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে দিন যাচ্ছে ভারতে মরন ভাইরাস করোনার উপদ্রব বেড়ে চলছে এমত অবস্থায় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য আজ আমরা ঘোকসা ডাঙ্গা এবিভিপি ইউনিটি এর পক্ষ থেকে দুটি স্কুলে থাকা ৩০ জন পরিযায়ী শ্রমিকের দুপুরের খাদ্যের দায়িত্ব নেই এবং আমরা নিজেরাই অর্থ সামগ্রীতে ভাত, ডাল,মাছ দিয়ে সামাজিক দূরত্ব মেনে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।