ফের লকডাউন ফ্রান্স ও জার্মানিতে…করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সিদ্ধান্ত সরকারের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের লকডাউনের পথে হাঁটল জার্মানি ও ফ্রান্স। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই নির্দেশিকা জারি হবে ফ্রান্সে। জার্মানিতে আগামী ২ নভেম্বর থেকে এই লকডাউন শুরু হবে। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এই সিদ্ধান্ত সরকারের।
ফের ইউরোপ জুড়ে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে চলেছে।এদিকে ইউরোপের অধিকাংশ দেশে ইতিমধ্যেই নৈশ কারফিউ জারি করা হয়েছে।
গত এক সপ্তাহে মহাদেশজুড়ে সংক্রমণের হার ৪০ শতাংশ বেড়েছে। ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রথমে ৪ নভেম্বর থেকে লকডাউন কার্যকর করার কথা থাকলেও তা এগিয়ে আনা হচ্ছে। লকডাউন পর্বে পানশালা, অবকাশযাপন কেন্দ্র ও হোটেল বন্ধ করা হবে কিনা এ নিয়ে প্রদেশের আধিকারিকদের বৈঠকে বসতে চলেছেন তিনি। তবে স্কুল সহ শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খোলাই থাকছে।
আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু মিজোরামে, রাজ্যবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
জার্মানির পথে হাঁটছে ফ্রান্স। গত ২৪ ঘন্টায় দেশটিতে একদিনে ৩৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫২৩ জনের। ফলে কোনও ঝুঁকি না নিয়ে লকডাউনে পথে হাঁটছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। তবে ‘রেস্তোঁরা এবং পানশালা বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলি খোলা থাকবে। পুরো নভেম্বর মাস জুড়েই থাকবে জাতীয় লকডাউন।