মহিলাদের প্রতি বিশেষ নিরাপত্তায় যোগী সরকার মোতায়েন করছে শেরনি স্কোয়াড
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নারী নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। অ্যান্টি রোমিও স্কোয়াডের পাশাপাশি এবার শেরনি স্কোয়াডও তৈরি করলেন যোগী আদিত্যনাথ। পুরো উত্তরপ্রদেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচার থামাতেই শেরনি স্কোয়াড নিয়ে আসা হচ্ছে। এই শেরনি স্কোয়াডের কর্মীরা পুরো রাজ্যজুড়ে ছড়িয়ে থাকে। বিশেষ করে জনবহুল এলাকায় মোতায়েন থাকবে এই শেরনি স্কোয়াডের কর্মীরা। মূলত শপিংমল, বাজার ও ধর্মীয়স্থানগুলিতে শেরনি স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হবে। কারণ এইসব এলাকাতেই বেশি ইভটিজিং, শ্লীলতাহানির মতন ঘটনা ঘটছে। সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নজরদারি চালাবে এই শেরনি স্কোয়াডের কর্মীরা।
[আরও পড়ুন- নতুন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস কেন্দ্রকে]
উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশকিছু জায়গায় মহিলাদের উপর অত্যাচারের খবর পাওয়া গেলেও পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শেরনি কর্মীদের বিশেষ ধরণের ট্রেনিং দিয়ে নিযুক্ত করা হবে।
হাথরসের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও কঠোর হয়ে উঠেছে যোগী সরকার। সেইকারণে এবার নিযুক্ত করা হল শেরনি সেনা।