fbpx
গুরুত্বপূর্ণদেশশিক্ষা-কর্মজীবনহেডলাইন

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেকে ফেরা পড়ুয়াদের দেশেই ইন্টার্নশিপ করার সুযোগ দেবে ভারত সরকার

যুগশঙ্খ,ওয়েবডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারত থেকে পড়তে গেছে প্রায় ১৮ হাজারেরও বেশি পড়ুয়া। এদিকে যুদ্ধ শুরু হওয়ায় বিপদের মধ্যে পড়েন তারা।  রাশিয়ার কনকনে ঠান্ডার মধ্যে বাঙ্কারে, মেট্রো স্টেশনের ভূগর্ভস্থ জায়গায় না খেয়ে দিন কাটাতে হয় তাদের। এমনকী জলও নেই।

এই পরিস্থিতিতে খাবার কিনতে বেরিয়ে গোলাবর্ষণে মৃত্যু হয় ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পার। গুলিবিদ্ধ হন অপর এক ভারতীয় ছাত্র।

এই অবস্থার শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার। নিহত ছাত্রের বাবা বলেন, ছেলে ভালো মার্কস পাওয়া সত্ত্বেও মোটা অঙ্কের ফি’স দিতে না পারায় নবীন ভর্তি হতে পারেননি। সেই সঙ্গে ছিল জাতি বিদ্বেষের সমস্যা।

এবার সেই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করল ভারত সরকার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়াশোনা শেষ না করে ফিরে আসার ভারতীয় পড়ুয়ারা এ দেশেই তাঁদের ইন্টার্নশিপ শেষ করার সুযোগ পাবে।

ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শনিবার এমনতাই জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এ দেশের নিয়ম অনুযায়ী বিদেশে মেডিক্যাল পড়ুয়াদের দুটি ইন্টার্নশিপ করতে হয়। সংশ্লিষ্ট দেশে ইন্টার্নশিপ করার পর ফের নিজের দেশে ইন্টার্নশিপ করতে হয়। পড়ুয়াদের হয়রানি কমাতে, তাঁরা দ্রুত প্র্যাক্টিস করতে পারেন সেই সুবিধা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডেপুটি সেক্রেটারি শম্ভু শরণ কুমার জানিয়েছেন, ‘বিদেশে এমবিবিএস পাশ করা পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে ইন্টার্নশিপ শেষ করার জন্য তাঁদের আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষায় পাশ করলে  ইন্টার্নশিপ শেষ করার যোগ্য বলে বিবেচিত হবেন।”

 

Related Articles

Back to top button
Close