fbpx
কলকাতাহেডলাইন

তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল, আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি কল্যাণের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপালের সঙ্গে শাসকদলের সংঘাত আরও চওড়া হল। এবার সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজ্যপাল তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। জগদীপ ধনকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

সম্প্রতি গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরীর গ্রেফতারির বিরোধিতা করে একাধিক টুইট করেছেন রাজ্যপাল। সেই ইস্যুতেই তৃণমূল ভবনে পাল্টা সাংবাদিক বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সুদীপ্ত রায়চৌধুরী গরুপাচারে যুক্ত। মানুষ পাচারের সঙ্গেও যোগ রয়েছে তার। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ধৃত গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায়চৌধুরীর হয়ে কেন টুইট করছেন রাজ্যপাল? কেন বাংলার রাজ্যপাল অভিযুক্তদের সাহায্যে এগিয়ে আসছেন? পশ্চিমবঙ্গের অনেক অপরাধীর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রাজ্যপালের।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। পুলিশ-সহ সরকারি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন। হুমকি দিচ্ছেন রাজ্যপাল । অসাংবিধানিক কাজ করছেন। ‘ তৃণমূল সাংসদ বলেন ,’যারা তদন্তে বাধা দেন কিংবা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় ব্যবস্থা নেওয়া যায়। কলকাতা পুলিশকে অনুরোধ করব রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন।’

Related Articles

Back to top button
Close