বাঁকুড়ার কোতুলপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

অতনু রায় (বাঁকুড়া): সাতসকালেই এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত খিরিগ্রামে।মৃত ব্যক্তির নাম সুকুমার রায়(৪২)।
মৃত ব্যক্তির ছেলে জানায় প্রায় দিনই তার বাবা অশান্তি করতেন বাড়িতে। বুধবারও ঝগড়া হয় তার মায়ের সঙ্গে। সেদিন ঝগড়া করার পর বাড়ি থেকে চলে যায়। রাতের বেলা খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায়নি। সকালে তারা খবর পান. স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালবেলায় সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই ব্যক্তির দেহ একটি বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় তারা দেখতে পান। পরে পরিবারের লোক সকালবেলায় খোঁজাখুঁজি করতে এসে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: ছটপুজো…দুই শীর্ষ আদালতের কাছে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার
গ্রামবাসীরা তড়িঘড়ি কোতুলপুর থানায় খবর দেন। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠান। কী কারণে মৃত্যু খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।