
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: একের পর এক আত্মহত্যার খবরে বিপর্যস্ত টলিপাড়া। গড়ফার এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। এখনও সেই মৃত্যু রহস্যের সমাধান হয়নি। তার কিছুদিন পরেই বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর সে রেশের মধ্যেই মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।
প্রাথমিকভাবে জানা গেছে, বিদিশা ও মঞ্জুষা নিয়োগী দুজনের খুব ভালো বন্ধু ছিলেন। বিদিশার আকস্মিক প্রয়াণে পরেই অবসাদে ভুগছিলেন তিনি।
শুক্রবার ভোরে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ের মৃত্যু হতবাক মা। থিয়েটার অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গড়িয়ার মেয়ে মঞ্জুষা। হরিমতী বালিকা উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে বায়োসায়েন্স নিয়ে ভরতি হন মডেল-অভিনেত্রী। পাশাপাশি থিয়েটারে অভিনয় চলত। সেখান থেকেই টলিউডে পা। মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল মঞ্জুষা।
শ্বশুরবাড়ি খুব ভাল বলে জানাচ্ছেন তাঁর মা। বিয়ের পরও কাজ করতেন মঞ্জুষা। জামাই খুব ভালো মানুষ বলে জানিয়েছেন মঞ্জুষার মা।