
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক, তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। জেলাগুলিতে তাপপ্রবাহ বইছে। ফলে গরমে কারণে মানুষ নিজেকে ঘরের মধ্যে রাখতে বেশি পছন্দ করছেন। বৃষ্টির কোনও আশার খবর এখনও শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি তীব্র দাবদাহে জ্বলছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলি এই তীব্র দাবদাহে জ্বলছে। সঙ্গে পাল্লা দিয়ে বহু জায়গায় বাড়ছে জল কষ্টের সমস্যা।
সোমবারও কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এদিকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর
বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এমনকী, শিলা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় আজও তীব্র গরম ও অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি উপরে।