
জেলা প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে দেওয়া অনুদান নিয়ে প্রশ্ন হাইকোর্টের। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, অনুদান কি শুধু দুর্গাপুজোতেই দেয় সরকার? নাকি অন্য উৎসবগুলিতেও দেওয়া হয়? তাঁর আরও প্রশ্ন, সাম্প্রতিককালে ইদেও সরকারের কি একই ধরনের উদ্যোগ ছিল? অন্যান্য উৎসবে যদি অনুদান না দেওয়া হয় তবে তা অগণতান্ত্রিক। ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কারণ জানতে চাওয়া হলে, সরকারের তরফে জানানো হয়, যে এবারের অনুদান দর্শনার্থীদের মাস্ক-স্যানিটাইজার বিতরণ করার জন্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কী কী সুরক্ষা বিধি নেওয়া হয়েছে, তাও জানতে চান বিচারপতি।
আরও পড়ুন:পুজোর মুখে ডেবরায় বিপদ সীমার ওপরে করোনা গ্রাফ! আক্রান্ত ৬০ ছাড়াল
সরকারের কাছে বেঞ্চের প্রশ্ন, ‘সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেখানে পুজোর অনুমতি কীভাবে দিলেন? সরকারের কাছে আদালত জানতে চায়, ‘কী কী সুরক্ষা বিধি মেনে চলছেন আপনারা? ভিড় নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট কী, তাও জানতে চাওয়া হয়।’ আদালতের মন্তব্য,‘সব কাজ পুলিশ করলে ক্লাবকে টাকা দেওয়ার যুক্তি কী?