সারা ভারত নিট পরীক্ষায় আবেদনকারী তিনজন পরীক্ষার্থীর পাশে থাকল হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৩ সেপ্টেম্বর সারা ভারত নিট পরীক্ষায় তিনজন নিট পরীক্ষার্থীর পাশে থাকল কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় বসার জন্য রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিন্দম সিনহা।
আগামী ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষায় কিন্তু সেখানে কাঁটা হল তার আগেই ১১ ও ১২ তারিখ এরাজ্যের জারি হওয়া সম্পূর্ণ লকডাউন। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না এই আশঙ্কা করে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন পরীক্ষার্থী। বুধবার অনলাইন মামলার শুনানিতে হাইকোর্টের দুই বিচারপতি এই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:রেকর্ড করে দেশে এক লক্ষের পথে করোনায় দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুর হারও
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেয়েছে তিন জেলার তিন নিট পরীক্ষার্থী সৌমিক পান্ডা, অনিন্দিতা জানা ও জয়ত্রী পাল।
তিনজনই পরীক্ষা কেন্দ্রে গিয়ে বসতে না পারার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিন পরীক্ষার্থীর ক্ষেত্রেই আদালত তাদের পরীক্ষায় বসা এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।