fbpx
কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন

পুরনো নিয়মেই হবে উচ্চ মাধ্যমিক, জানিয়ে দিল শিক্ষা সংসদ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পুরনো নিয়মেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ ২০২০ সালে যেভাবে পরীক্ষা হয়েছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা হবে। শুক্রবার এমনটাই নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই স্কুলগুলির কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন বিষয়ে কীভাবে প্রশ্নপত্র হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আপলোড করেছে সংসদ। মূলত অবজেক্টিভ, মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক প্রশ্ন ২০২০ বা তার আগে যে ধাঁচে হত, সেই ফর্ম্যাটেই করা হবে। প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্রের বেশিরভাগ অংশ জুড়ে অবজেক্টিভ বা মাল্টিপিল চয়েস টাইপেরই প্রশ্ন থাকে। পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে প্রজেক্ট ওয়ার্কও। কোন কোন বিষয়ে ২০ আবার কোনও কোনও বিষয়ে ৩০ নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ধীরে ধীরে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। সব দিক মাথায় রেখে আমরা পুরনো নিয়মেই পরীক্ষা নেওয়া হবে।

২০২৩ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি। এদিকে মাধ্যমিক পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। ২০২৩ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি।

Related Articles

Back to top button
Close