ভাটিবাড়ী পুলিশের মানবিক মুখ

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ২ ব্লকের চিকলিগুড়ি এলাকায় শনিবার গভীর রাতে জয়গাঁ থেকে আগত এক দম্পতির ১৩ মাসের ছোট শিশু কন্যা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সেই সময়ে কোনও রকম গাড়ি না পেয়ে, শিশু কন্যার বাবা এবং মা অসহায় বোধ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ আধিকারিক এ এসআই সনু রাউথ এবং গ্রামীণ পুলিশ দীপঙ্কর দত্ত সহ পুলিশকর্মীরা।
পুলিশ গভীর রাতেই সেই গুরুতর অসুস্থ শিশুকন্যাকে ভাটিবাড়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এবং এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিয়ে শিশুকন্যাটি সুস্থ রয়েছে।স্বাভাবিকভাবেই পুলিশের এই মানবিক উদ্যোগের অত্যন্ত প্রশংসা করেছেন ভাটিবাড়ী চিকলিগুড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ আধিকারিক এ এসআই সনু রাহুত বলেন, বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে যাই খবর পেয়ে এত রাতে কোনো অ্যাম্বুলেন্স নেই তারপর আমাদের গাড়িতে তাকে হসপিটাল নিয়ে যাই একন সুস্থ আছে বাচ্চাটি।