পানীয় জল হিসেবে গঙ্গার বিকল্প ইচ্ছামতীর জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ভাবনা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার কাজ শুরু হল জোরকদমে। রাজ্য জনস্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বনগাঁ শহরের অধিকাংশ পাড়ায় পানীয় জল পৌঁছালেও সেই অর্থে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা এখনও চালু হয়নি। সেই ব্যবস্থার বাস্তব রূপ দিতে উদ্যোগ হল বনগাঁ পৌরসভা। চাকদা থেকে গঙ্গার জল নিয়ে আসা হবে আপনজন মাঠের ট্রিটমেন্ট প্লাণ্টে। সেখান থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জল।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকদা থেকে জল আনার ব্যাপারে বিলম্ব হচ্ছে, এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে ইছামতি নদীর জল কে কাজে লাগানো যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কেএমডিএ রাজ্য জনস্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের বাস্তুকার এরা বনগাঁয় আসেন। তারা নির্দিষ্ট এলাকা ঘুরে দেখে বনগাঁ পুরসভার প্রশাসক তাদের সাথে বৈঠক করেন। এই বছরের মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেয়া সম্ভব হবে বলে মনে করছেন পুরো কর্তৃপক্ষ। এদিন বৈঠকের পর এমনই জানান পুরসভার প্রশাসক।