বিষ্ণুবর্ধনের আমলের জাগ্রত প্রাচীন মন্দিরের মূর্তি ভাঙচুর!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের ভারতে হিন্দু দেবতার মূর্তি ভাংচুরের ঘটনা প্রকাশ্যে এল। কর্ণাটকে বিষ্ণুবর্ধনের আমলের প্রাচীন মূর্তি ভাঙচুর করল দুষ্কৃতীরা। কর্নাটকের হাসানপুর জেলার দোড়দগদ্দল্লীতে বিখ্যাত এই মহাকালী মন্দির। এই মন্দিরের বহু প্রাচীন মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতিরা। এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে হোয়াসালা রাজবংশ নির্মাণ করেছিল। মন্দিরটির রক্ষনাভেক্ষনে ছিল ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ (ASI)। স্থানীয় মানুষরা মন্দিরে পুজো দিতে এসে দরজা খোলা দেখতে পান। এরপর মন্দিরের ভিতরে গিয়ে দেখে যায় যে, মহাকালির মূর্তিটি ভাঙ্গা অবস্থায় রয়েছে।
আরও পড়ুন- হিমেল পরশ নিয়ে শীতের ইনিংস শুরু বঙ্গে, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা
মন্দির ভাঙার পর প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ডাঃ শালভাপিল আইয়ঙ্গার দুঃখপ্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মূর্তি ভাঙার সঙ্গে আইএস যোগ রয়েছে বলে মনে করছেন। পুলিশের প্রাথমিক অনুমান, মন্দিরের প্রনামী চুরি করতে এসেছিল দুষ্কৃতিরা। সেটা না করতে পেরে মূর্তি ভেঙে ফেলে তারা।