পশ্চিমবঙ্গহেডলাইন
ভারতীয় জনতা কিষাণ ডাকে কাকদ্বীপে ঐতিহাসিক সমাবেশ

বাবলু প্রামানিক ,দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর সাংগঠনিক জেলার অন্তর্গত কাকদীপ বিধান ময়দানে ভারতীয় জনতা পার্টির এক ঐতিহাসিক কিষান সমাবেশ আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার ও মাহফুজা খাতুন। প্রকাশ্য সমাবেশে থেকে একরাশ ক্ষোভ উগড়ে দেন মাহফুজা খাতুন শাসক দলের দিকে তিনি বলেন, বিগত দিনে আমফান এর মত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের মানুষরা।
এরপরের দিন যেহেতু পশ্চিমবঙ্গে এসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক হাজার কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কাছে দিয়েছিলেন যাতে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও সুরাহা পায়। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো সমস্ত গরিব মানুষের টাকা ওলট পালট করছেন। তিনি কৃষি আইনের পক্ষেও কথা বলেন এদিন।