পশ্চিমবঙ্গহেডলাইন
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী

জেলা প্রতিনিধি, কালনা: বিধানসভা ভোট আসতে না আসতেই পূর্ব বর্ধমানের কালনায় শুরু হল রাজনৈতিক হিংসা। রাস্তায় পড়ে থাকা দলীয় পতাকা বাঁধতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক বিজেপি কর্মী। আক্রান্ত কর্মীর নাম সুকুমার শিকদার। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায়। আক্রান্তকে রক্তাক্ত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ড: ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের ১৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ
কালনা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। তাদের অভিযোগ রাস্তায় পড়ে থাকা বিজেপি দলের পতাকা তুলে লাগাতে গেলে তার উপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। যদিও মারধরের এই ঘটনাটি অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি ভোটের আগে মাইলেজ বিজেপির সাজানো ঘটনা।