
নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে যখন এক অতিমারীর কবলে মানুষ গৃহবন্দি, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ, জামসেদপুর, বরোদা, ত্রিপুরা, ব্যাঙ্গলোর, শিলচর সহ বিশ্বের বাঙালির বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত সমগ্র বাঙালি জাতির ঐক্য ও মনেরবন্ধন তৈরির উদ্দেশ্য ও লক্ষ্য নিযে নজরুল ইসলামের জন্মদিনে গড়ে উঠেছে আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন ‘বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ’।
গত শ্রাবণ রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষে আযোজিত সপ্তাহব্যাপী অনলাইন আত্মপ্রকাশ অনুষ্ঠানে ভারতের বিভিন্ন শিল্পীরা অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন পাপিয়া অধিকারী, জয়ন্ত দত্ত বর্মণ, খেয়ালী দস্তিদার, অরিন্দম গাঙ্গুলী, মালবিকা সরদার, চন্দ্রাবলী রুদ্র দত্ত প্রমুখ। ওপার বাংলার থেকে ছিলেন তানজিনা তমা, বীথি পান্ডে, ফারহানা শান্তা, সুমাইয়া পরভীন প্রমুখ।
আরও পড়ুন:মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা
সংগঠনের সাধারণ সম্পাদক আশিস সরকার, সভাপতি স্বাতী বন্দ্যোপাধ্যায় দাস, সাংগঠনিক সম্পাদক রিন সাহার উদ্যোগে এই অনুষ্ঠান আযোজিত হয়। সংস্থার পরবর্তী অনুষ্ঠান আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তমকুমারের জন্মদিনে। সেই অনুষ্ঠান চলবে তিনদিন ধরে।
সাধারণ সম্পাদক আশিস সরকার জানালেন, এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজিত হবে আগামিদিনে।