অন্যান্য খেলাখেলাপশ্চিমবঙ্গহেডলাইন
কাবাডি ট্রায়াল শেষ হল আলিপুরদুয়ারে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বেঙ্গল অ্যামেচার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেডারেশন ও আলিপুরদুয়ার স্পোর্টস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান কাবাডি লিগের সিলেকশন ট্রায়াল। কাবাডি লিগের কোঅর্ডিনেটর জ্যোতি প্রসাদ ঘোষাল জানান, অরবিন্দ নগর খেলার মাঠে অনুষ্ঠিত এই ট্রায়াল চলে তিনদিন।
আরও পড়ুন: মথুরায় কৃষ্ণমন্দিরে নমাজের পর এবার মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ
মোট বিরাশি জন অংশ গ্রহণ করেন, তাদের মধ্যে থেকে বত্রিশ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়েরা ইন্ডিয়ান কাবাডি লিগে বেঙ্গল সুপার কিংসের হয়ে খেলবেন। ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ইন্ডিয়ান কাবাডি লিগ অনুষ্ঠিত হবে হরিয়ানার সোনপথে।