করোনার দাপটে বন্ধ হল কোরিয়ার সংসদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বজুড়ে করোনা তার আতঙ্ক বজায় রেখেছে। সংক্রমণ থেকে মৃত্যুর তালিকা ক্রমশ বেড়ে চলেছে। মাঝেমধ্যে সংক্রমণের হার কমলেও এই মারাত্মক ভাইরাস তার নিজের দাপট বজায় রেখেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দক্ষিণ কোরিয়ায় জাতীয় সংসদ বন্ধ করে দেওয়া হল। দেশটিতে ইতিমধ্যেই ৪০০ ব্যক্তি করোনায় আক্রান্ত। কয়েকজন সাংসদ কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।
প্রসঙ্গত সংক্রমণ রুখতে প্রথম থেকে কড়া পদক্ষেপ নিয়েছিল দেশটি। তবে নতুন করে সংক্রমণ রুখতে শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে যে সংক্রমণ দেখা দিয়েছে বেশিরভাগই বৃহত্তর সিওল এলাকায়। তাছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ৩০ থেকে ৪০ জন সংক্রমিত হয়েছে কিন্তু আজ ৪৪১ জন সংক্রমিত হয়েছে।
আরও পড়ুন: প্রাক পুজোর উপহার…লঞ্চ হল মুম্বই খ্যাত বিশিষ্ট গায়ক শানের মিউজিক ভিডিও ‘চাই না’
পাশাপাশি এক ফটো সাংবাদিকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কোরিয়ার সংসদ বন্ধ করার কথা ঘোষণা করা হয়।