fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

প্রয়াত মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস সরং, টুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা কৈলাস সরং-এর জীবনাবসান। শনিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মুম্বইয়ের একটি হাসপাতালে ১২দিন আগে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

বিজেপি নেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘একজন সহানুভূতিশীল ও পরিশ্রমী নেতা হিসাবে সবার মনে থেকে যাবেন কৈলাস সরংজি। মধ্যপ্রদেশ জুড়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য কৈলাশ সরং জির পরিশ্রম ও অবদান ভুলবে না মানুষ। মধ্যপ্রদেশের উন্নতি ও অগ্রগতির জন্য তিনি ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। কৈলাশ সরং একজন সহানুভূতিশীল ও পরিশ্রমী নেতা। মানুষ তাঁকে চিরকাল মনে রাখবে। তাঁর মৃত্যুতে জানাই শ্রদ্ধা। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। ওম শান্তি,’।

আরও পড়ুন: আরও অবনতি….শেষ ২৪ ঘন্টায় চিকিৎসায় কোনও সাড়া নেই, দাবি চিকিৎসকের

বিজেপি নেতা কৈলাস সরং-মধ্যপ্রদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যে উন্নতিতে তার অবদান প্রশংসনীয় ছিল রাজনৈতিক মহলে।

Related Articles

Back to top button
Close