fbpx
কলকাতাহেডলাইন

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ স্যান্যাল, শোকস্তব্ধ বুদ্ধিজীবী মহল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ স্যান্যাল। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চার পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই বিশিষ্ট বুদ্ধিজীবী।

১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে জন্ম গ্রহণ করেন সুনন্দ স্যান্যাল। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন সুনন্দবাবু। কামদুনি থেকে সারদা বিভিন্ন বিষয়ে সক্রিয় ছিলেন তিনি। রাজ্যে পরিবর্তনের পর স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান করা হয় সুনন্দবাবুকে। কয়েকমাসের মধ্যে সেই পদ ছেড়ে দেন। এর আগে বাম আমলেও অবশ্য একটি শিক্ষা কমিশনের অংশ ছিলেন তিনি।

সুনন্দ স্যান্যালের প্রয়াণে শোকস্তব্ধ বুদ্ধিজীবী মহল। মঙ্গলবারই  তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিম্নতলা শ্মশানে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন পুলক নারায়ণ, সাহিত্যক পৃথ্বীরাজ সেন, পরিচালক অরুণ রায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি দীপ্তিমান বসু।

Related Articles

Back to top button
Close