প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার রাতে বাইপাসের কাছে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই বর্ষীয়ান বিচারপতির। অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালার শরীরে থাবা বসায় করোনা ভাইরাস। শরীরে প্লাজমার ঘাটতি হয়। তাঁর পরিবার প্লাজমার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানায়। কিন্তু সেই চিকিৎসার আগেই চলে গেলেন তিনি।
তাঁর কর্মজীবন শুরু হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে। পরে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হন। সেখানে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন অমিতাভ লালা।
আরও পড়ুন: মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়ে দেওয়াল লিখন শুরু তৃণমূলের
প্রসঙ্গত, ২০০৪ সালে পশ্চিমবঙ্গে থাকাকালীন বিচারপতি অমিতাভ লালাই, প্রথম রাস্তা আটকে মিছিল-মিটিং করার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। এই নিয়ে তৎকালীন সিপিএম নেতাদের রোষের মুখে পড়তে হয় বিচারপতি লালাকে।